Sunday, November 17, 2019

Poetry of Imrul Kayes আত্ম চাষ , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays

আত্ম চাষ
মোঃ ইমরুল কায়েশ
বিবর্ণ এক রঙ্গের ব্যেথা
শুদ্ধ আ-বেশে গাঁথা,
বলতে চায় সে মনের কথা
নেয় গো ভাষা নেয় গো ভাষা।
শুনতে কি চাও মনের আশা?
হৃদয় কুঠে গড়ছে বাসা
স্বপ্ন সেথা ভাসা ভাসা
উজাড় করে নিঙড়ে চাষা
করছে আত্ম চাষ,
তাতেই ফসল ফিরছে আসুল
লাভের খাতায় গুনছে মাসুল
তাতেই সহবাস।
কষ্ট নামের ঘুণ পোকা আজ
কুড়ছে ভাবের গুণ ফোকা কাজ
তাতেই চাষির পড়ছে বাজ
তুঁলতে ফসল হয়ছে সাঁঝ।
ভাবছো বুঝি আমার কি সাথ
বসেছি আমি রাজরানী পাঠ,
মনের ঘড়ে রেঁধেছি ভাত
জ্বালিয়ে আগুন হাজারো কাঠ,
বলছি শুনো, খাজনা গুনো
মনের আঁশে স্বপ্ন বুনো,
তাতেই খুশি তুচ্ছ চাষি
দেখতে সে চাই তোমার হাসি।
মনের সুখে বাজায় বাঁশি
সুর সেথা হয় রক্ত কাশি।

1 comment: