★ছাঁয়া বৃত্তের খোঁজে★
মোঃ ইমরুল কায়েশ -----
মোঃ ইমরুল কায়েশ -----
মানবতা আজি সুধিছে মোরে, করিবে কি মোরে বর্জন।
তাই যদি হয়, দানবতায় পাক আছে যত মোর অর্জন।
বজ্র কন্ঠে জানিয়ে দিবো,
মেঘে মেঘে হোক ঘর্ষণ।
ষড়যন্ত্রী আজি গনতন্ত্রী রুপে করিছে মোরে ধর্ষণ।
তাহাতে আজি কাতর আমি
দেখিতে পাওকি বর্ষণ?
নাকি মানব রূপে দানব তুমি ও, পৌতায় হয়েছো বর্মণ।
তাই যদি হয়, দানবতায় পাক আছে যত মোর অর্জন।
বজ্র কন্ঠে জানিয়ে দিবো,
মেঘে মেঘে হোক ঘর্ষণ।
ষড়যন্ত্রী আজি গনতন্ত্রী রুপে করিছে মোরে ধর্ষণ।
তাহাতে আজি কাতর আমি
দেখিতে পাওকি বর্ষণ?
নাকি মানব রূপে দানব তুমি ও, পৌতায় হয়েছো বর্মণ।
উত্তরে তারে দেবার কী আছে
ভাবিয়া হয়েছি ব্যকুল
শীকারি যে আজি উৎ পাতিয়াছে, ডাবিয়া ঝড়ায়িছে মুকুল।
স্বর্ণলতার রূপে সে যে আজি হৃদয়ে করিছে বিস্তার
বজ্র রূপে চমকাইছে বিজলী পাজি,
যুবকেরও নায় নিস্তার।
সূর্য বেশে চুষিছে ধৌর্য
সৌর্য করিছে আহার
ভ্রম নিলে ডুবে হারায়েছে মৌর্য
দূষীত বীর্জের বাহার।
ভাবিয়া হয়েছি ব্যকুল
শীকারি যে আজি উৎ পাতিয়াছে, ডাবিয়া ঝড়ায়িছে মুকুল।
স্বর্ণলতার রূপে সে যে আজি হৃদয়ে করিছে বিস্তার
বজ্র রূপে চমকাইছে বিজলী পাজি,
যুবকেরও নায় নিস্তার।
সূর্য বেশে চুষিছে ধৌর্য
সৌর্য করিছে আহার
ভ্রম নিলে ডুবে হারায়েছে মৌর্য
দূষীত বীর্জের বাহার।
Wow
ReplyDeletewhat is this language?
ReplyDeleteBangla
Delete