Sunday, November 17, 2019

★টোকাই★ Poetry Of Imrul Kayes, Quays, Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays

★টোকাই★
মোঃ ইমরুল কায়েশ

তুমি বোলছো কারে টোকাই
চাহিদা নায় যার রং মহলটায়
ঘুমায় সে তায় ফোঁকায় ফোঁকায়
জীবন নামের যন্ত্রণা যে, করছে সদায় খোদায়।
তুমি বোলছো কারে টোকাই?

জায়গা নায় তার আপন ঘরে
বস্ত্র নিজেই শরম করে।
পাখির মতো ছুটে ফেরে
আহাড় তারে গরম করে,
ভোগছে তারে ই মজায়।
তুমি বোলছো কারে টোকাই?

ঘাষফুলোতো সভা বাড়ায়
ফুলদানিতে তারো জায়গা নায়
মুক্ত মনে গন্ধ বিলায়,
তাতেই কায়েশ তোমায় মিলায়

তুমি বোলছো কারে টোকাই।

নায় জানা যার জন্ম সূত্র
হতেও পারে তোমার পুত্র।

যৌবনেতে আন্ধা ছিলে
ভিন্ন গন্ধ তুমিও নিলে।
জিঙ্গাসিলে আপন দিলে
উত্তর তোমার যাবে মিলে।

1 comment: