এক মানব পাখির গল্প শোন
এই শহরেই বাস
নায় ভিটা নায়, মাটি কোন
দূঃখ করে চাষ।
এই শহরেই বাস
নায় ভিটা নায়, মাটি কোন
দূঃখ করে চাষ।
ঘামের দামে পায়না আহার
ডাষ্টবিনে ভ-র-সা তাহার
কানা-কড়ি নায়রে যাহার
দেখ কতই সুখের বাহার
ডাষ্টবিনে ভ-র-সা তাহার
কানা-কড়ি নায়রে যাহার
দেখ কতই সুখের বাহার
কুকুর বিলায় করে সমাচার
অবাক তারাও দেখে কারবার
হিংস্র যদি আমরা হোবার?
ওরা তবে কোন জানোয়াড়?
অবাক তারাও দেখে কারবার
হিংস্র যদি আমরা হোবার?
ওরা তবে কোন জানোয়াড়?
টেবিলে যাদের বাহারি আহার
রুচির খুবই অভাব আবার
সকাল হলেই দেয়গো ফেলে
এটায় নাকি স্বভাব আচার
রুচির খুবই অভাব আবার
সকাল হলেই দেয়গো ফেলে
এটায় নাকি স্বভাব আচার
কেমনে তবে ঘুমায় খোদা-ই
কৃষ্ণে করে বিলাস
এই শহরে মানুষ তো নায়
জীবন্ত সব লাশ।
কৃষ্ণে করে বিলাস
এই শহরে মানুষ তো নায়
জীবন্ত সব লাশ।
Excelllnt
ReplyDelete