পোরাবাড়ির ঐ পিছন বাগানে......
শৈশব, তুমি আমার স্মৃতিতে অমানিশে
শৈশব, তুমি আমার স্মৃতিতে অমানিশে
মোড়লের ছেলে ব্যথা পেল কিসে
তাই নিয়ে হয় বিচার,
দন্ডে মিলে অগ্নিচক্ষু, কন্ঠ বিষে ---
"খেলিস নে ওর সাথে আর। "
তাই নিয়ে হয় বিচার,
দন্ডে মিলে অগ্নিচক্ষু, কন্ঠ বিষে ---
"খেলিস নে ওর সাথে আর। "
প্রতিশোধানলে গোমা সাপ ফুঁশে
এ কেমনতর আচার।
এ কেমনতর আচার।
জমিদার বাড়ি ধ্বংশ আজি
মরেনি শালারা ভিষণ পাজি,
লুকিয়েছে তারা ঘুন পোকা রূপে
সমাজের কাঠ ফ্রেমে।
মরেনি শালারা ভিষণ পাজি,
লুকিয়েছে তারা ঘুন পোকা রূপে
সমাজের কাঠ ফ্রেমে।
ঢেঁকি ভানে মা শংকিত পদে
আসিলে পিতা প্রাণ বুঝি বধে,
স্নেহের শাসনে কাঁদো কাঁদো স্বরে ---
"শতবার মানা করেছি তোরে,
আসিলে পিতা প্রাণ বুঝি বধে,
স্নেহের শাসনে কাঁদো কাঁদো স্বরে ---
"শতবার মানা করেছি তোরে,
যাসনেকো বাঁছা ঐ অভিশাপ পুরে।
ঢেঁকির গোলা ধপাধপ তালে
ভানিতেছে ধান, শুনি কালে কালে
করিছে চূর্ণ আজি বন্ধুত্বের মান
হৃদয়ের অন্তরালে।
ঢেঁকির গোলা ধপাধপ তালে
ভানিতেছে ধান, শুনি কালে কালে
করিছে চূর্ণ আজি বন্ধুত্বের মান
হৃদয়ের অন্তরালে।
Best
ReplyDelete