Monday, November 18, 2019

★ধ্রুব প্রেমের সূর্যোদয়★ Poetry Of Imrul Kayes, Quays, Poetry Of Imrul Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays Poetry, Imrul's poetry , ইমরুল কায়েসের কবিতা, কবিতা ইমরুল কায়েষ, কায়েশ কবিতা, কিয়াস কবিতা , ইমরুল কবিতা, ইমরুল কায়েজের কবিতা, ইম্ব্রুল কায়েসের কবিতা, ইমরু আল কায়েছের কবিতা,

ধ্রুব প্রেমের সূর্যোদয়
মোঃ ইমরুল কায়েশ
আমি অসুচি বলেই যদি, আমার এ প্রেম মিথ্যে হয়।
রবি শশীর ঐযে প্রণয়, সে ও তবে সত্য নয়।
প্রেম যদি হয় মনের দাবি, তুচ্ছ সেথা সতি অসতি
বিরঙ্গনার মাঝে হেরি যদি আমি র্স্বগ ভাতি।
সত্য আমার সেই সত্য, সেই যে তাহার নষ্ট রুপ,
হাজার আগুন জ্বালিয়ে দিয়ে যেই হয়েছে র্মমি ধূপ।
অপবিত্রে ভয় পেয়ে যে ভালবাসায় শ্রদ্ধা দেয়,
ভেব দেখ ভিন্ন পথে সেও দেহের গন্ধ চায়।
ঝড়া ফুলে অবহেলা ফুলের প্রতি প্রীতির ক্ষয়।
অসুচিতে পরম ঘৃণা, সেই তো সুচির পরাজয়।
মনরে গঙ্গা জলে যদি ...সতি অসতি সবই ধুয়ে সুদ্ধ হয়,
তবেই তো সে মানবহৃদে, ধ্রুব প্রেমের সূর্যোদয়।

Sunday, November 17, 2019

Poetry of Imrul Kayes আত্ম চাষ , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays

আত্ম চাষ
মোঃ ইমরুল কায়েশ
বিবর্ণ এক রঙ্গের ব্যেথা
শুদ্ধ আ-বেশে গাঁথা,
বলতে চায় সে মনের কথা
নেয় গো ভাষা নেয় গো ভাষা।
শুনতে কি চাও মনের আশা?
হৃদয় কুঠে গড়ছে বাসা
স্বপ্ন সেথা ভাসা ভাসা
উজাড় করে নিঙড়ে চাষা
করছে আত্ম চাষ,
তাতেই ফসল ফিরছে আসুল
লাভের খাতায় গুনছে মাসুল
তাতেই সহবাস।
কষ্ট নামের ঘুণ পোকা আজ
কুড়ছে ভাবের গুণ ফোকা কাজ
তাতেই চাষির পড়ছে বাজ
তুঁলতে ফসল হয়ছে সাঁঝ।
ভাবছো বুঝি আমার কি সাথ
বসেছি আমি রাজরানী পাঠ,
মনের ঘড়ে রেঁধেছি ভাত
জ্বালিয়ে আগুন হাজারো কাঠ,
বলছি শুনো, খাজনা গুনো
মনের আঁশে স্বপ্ন বুনো,
তাতেই খুশি তুচ্ছ চাষি
দেখতে সে চাই তোমার হাসি।
মনের সুখে বাজায় বাঁশি
সুর সেথা হয় রক্ত কাশি।

★টোকাই★ Poetry Of Imrul Kayes, Quays, Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays

★টোকাই★
মোঃ ইমরুল কায়েশ

তুমি বোলছো কারে টোকাই
চাহিদা নায় যার রং মহলটায়
ঘুমায় সে তায় ফোঁকায় ফোঁকায়
জীবন নামের যন্ত্রণা যে, করছে সদায় খোদায়।
তুমি বোলছো কারে টোকাই?

জায়গা নায় তার আপন ঘরে
বস্ত্র নিজেই শরম করে।
পাখির মতো ছুটে ফেরে
আহাড় তারে গরম করে,
ভোগছে তারে ই মজায়।
তুমি বোলছো কারে টোকাই?

ঘাষফুলোতো সভা বাড়ায়
ফুলদানিতে তারো জায়গা নায়
মুক্ত মনে গন্ধ বিলায়,
তাতেই কায়েশ তোমায় মিলায়

তুমি বোলছো কারে টোকাই।

নায় জানা যার জন্ম সূত্র
হতেও পারে তোমার পুত্র।

যৌবনেতে আন্ধা ছিলে
ভিন্ন গন্ধ তুমিও নিলে।
জিঙ্গাসিলে আপন দিলে
উত্তর তোমার যাবে মিলে।

Imru' al-Qais Poem ★ছাঁয়া বৃত্তের খোঁজে★ Poetry Of Imrul Kayes, Quays, Qias, Qayesh, Kias,Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays




★ছাঁয়া বৃত্তের খোঁজে★
মোঃ ইমরুল কায়েশ -----
মানবতা আজি সুধিছে মোরে, করিবে কি মোরে বর্জন।
তাই যদি হয়, দানবতায় পাক আছে যত মোর অর্জন।
বজ্র কন্ঠে জানিয়ে দিবো,
মেঘে মেঘে হোক ঘর্ষণ।
ষড়যন্ত্রী আজি গনতন্ত্রী রুপে করিছে মোরে ধর্ষণ।
তাহাতে আজি কাতর আমি
দেখিতে পাওকি বর্ষণ?
নাকি মানব রূপে দানব তুমি ও, পৌতায় হয়েছো বর্মণ।
উত্তরে তারে দেবার কী আছে
ভাবিয়া হয়েছি ব্যকুল
শীকারি যে আজি উৎ পাতিয়াছে, ডাবিয়া ঝড়ায়িছে মুকুল।
স্বর্ণলতার রূপে সে যে আজি হৃদয়ে করিছে বিস্তার
বজ্র রূপে চমকাইছে বিজলী পাজি,
যুবকেরও নায় নিস্তার।
সূর্য বেশে চুষিছে ধৌর্য
সৌর্য করিছে আহার
ভ্রম নিলে ডুবে হারায়েছে মৌর্য
দূষীত বীর্জের বাহার।

Poetry Of Imrul Kayes, Quays, Qias, Qayesh, Kias,★মানব ধর্ম★ Imru' al-Qais Poetry Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays Kangal sonnasi poetry

★মানব ধর্ম★
মোঃ ইমরুল কায়েশ
মানব ধর্ম মাখলো যে গাঁয়
জাত-পাতের কি সাদ্ধ তার নাগাল পায়,
ওরে তাঁর নীরিখে সব ই সমান হ্যায়
মহা দেব আর মহা নবী একই ধারে বাঁয়
মানব ধর্ম মাখালো যে গাঁয়।
ওরে ওই একই নদীর ভিন্ন ধারা
একই মাতার দোসর তারা
সব ধারাতেই মিলন সারা
মহা প্রলয় লাষ্টে খাড়া
শেষ বিচারে মুক্তি খোঁজা
বিপথে ভাই মিলে সাজা
করছে যে পাপ পাঁজা পাঁজা
স্বয়ং তিনি নিজেই রাজা।
হবে বিচার তাতেই প্রজা
সেই ভয়েতেই করছে রোযা।
নয়কো সে পথ অতি সোজা
বড়ই কঠিন তাঁরে বোঝা!!!
কাঙ্গাল কায়েশ জিগায় তাঁরে
কত রঙ তাঁর আছে ভাঁরে?
পিতার সাজা পুত্রের ঘাড়ে
ইনসাফ কি নায় তোমার সাঁরে।
রহমান তবে বাতায় কারে সাঁই!!!!
কাঙ্গালে তায় ভেবে মরে, কয় হায়! হায়!
মানব ধর্ম মাখালো যে গাঁয়
ওরে তাঁর নীরিখে সব ই সমান হ্যায়।

Imru' al-Qais Poem ★★★অনাচার ★★★ Poetry Of Imrul Kayes, Quays, Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays


★★★অনাচার ★★★
মো: ইমরুল কায়েশ
পোরাবাড়ির ঐ পিছন বাগানে......
শৈশব, তুমি আমার স্মৃতিতে অমানিশে
মোড়লের ছেলে ব্যথা পেল কিসে
তাই নিয়ে হয় বিচার,
দন্ডে মিলে অগ্নিচক্ষু, কন্ঠ বিষে ---
"খেলিস নে ওর সাথে আর। "
প্রতিশোধানলে গোমা সাপ ফুঁশে
এ কেমনতর আচার।
জমিদার বাড়ি ধ্বংশ আজি
মরেনি শালারা ভিষণ পাজি,
লুকিয়েছে তারা ঘুন পোকা রূপে
সমাজের কাঠ ফ্রেমে।
ঢেঁকি ভানে মা শংকিত পদে
আসিলে পিতা প্রাণ বুঝি বধে,
স্নেহের শাসনে কাঁদো কাঁদো স্বরে ---
"শতবার মানা করেছি তোরে,
যাসনেকো বাঁছা ঐ অভিশাপ পুরে।
ঢেঁকির গোলা ধপাধপ তালে
ভানিতেছে ধান, শুনি কালে কালে
করিছে চূর্ণ আজি বন্ধুত্বের মান
হৃদয়ের অন্তরালে।

Poetry Of Imru' al-Qais শিশু কুলি Poetry Of Imrul Kayes, Quays, Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays

শিশু কুলি
মোঃ ইমরুল কায়েশ
সকাল হলেই সঙ্গী জ্বালার ঝুলি
আমি এক শিশু কুলি,
জ্ঞান রঙ্গের বোবা একখান তুলি
আমি এক শিশু কুলি।
কেজি নামের বাটখাড়া তার
বাড়াইছে বোঝারো ভাড়,
ক্লান্ত দেহে কারখানা পার
ডাবল বোঝায় ফিরবো আবার।
পন্ডিত মশায় চালায় যন্ত্র
কি জানি কয়? ভূতের মন্ত্র,
বে খেয়ালে মিলছে দন্ড
হাড় পিশে মোর বানায় মন্ড।
সাদা কালির বর্ণ গুলি
আমার চোখে জঞ্জাল ধূলী,
জোড় করেই ভড়াইছো খুলি
এমন বোঝা কেমনে তুলি,
আমি এক শিশু কুলি।।

Poetry of Imru' al-Qais * লাশের শহর* Poetry Of Imrul Kayes, Quays, Qias, Qayesh, Kias,Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays


লাশের শহর
মোঃ ইমরুল কায়েস
এক মানব পাখির গল্প শোন
এই শহরেই বাস
নায় ভিটা নায়, মাটি কোন
দূঃখ করে চাষ।
ঘামের দামে পায়না আহার
ডাষ্টবিনে ভ-র-সা তাহার
কানা-কড়ি নায়রে যাহার
দেখ কতই সুখের বাহার
কুকুর বিলায় করে সমাচার
অবাক তারাও দেখে কারবার
হিংস্র যদি আমরা হোবার?
ওরা তবে কোন জানোয়াড়?
টেবিলে যাদের বাহারি আহার
রুচির খুবই অভাব আবার
সকাল হলেই দেয়গো ফেলে
এটায় নাকি স্বভাব আচার
কেমনে তবে ঘুমায় খোদা-ই
কৃষ্ণে করে বিলাস
এই শহরে মানুষ তো নায়
জীবন্ত সব লাশ।