.....ঘুনে ধরা মানবতা....
....ইমরুল কায়েস.....
পঁচে গেছে মানবতা ঘুনে ধরা বাংকার
মোমবাতি জ্বেলে করি অন্ধের উপকার
সমাধান চাইনাতো সমস্যা দরকার
ক্যাসিনোর টাকা দিয়ে করিনাকো সংস্কার।
মোমবাতি জ্বেলে করি অন্ধের উপকার
সমাধান চাইনাতো সমস্যা দরকার
ক্যাসিনোর টাকা দিয়ে করিনাকো সংস্কার।
সমাজের কাঁটা দিয়ে গেঁথে রাখি যত ফুল
মালা ভেবে বোকা মন বারে বারে করে ভুল।
মালা ভেবে বোকা মন বারে বারে করে ভুল।
ছিনতাই রাহাজানি ধর্ষণ আর খুন
উনাদের শুনি নাকি এটাই বিশেষগুন
ততদিন ঘটে যাবে এইসব অঘটন
যতদিন ঘিরে রবে ছিন্ন নষ্ট ভ্রুণ।
উনাদের শুনি নাকি এটাই বিশেষগুন
ততদিন ঘটে যাবে এইসব অঘটন
যতদিন ঘিরে রবে ছিন্ন নষ্ট ভ্রুণ।
.............................................ইমরুল কায়েস
No comments:
Post a Comment