Tuesday, June 16, 2020

বুকের দাবী.........................ইমরুল কায়েস

বুকের দাবী
.................

ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর
ধূমপান করলে স্ট্রোক হয়
এইসব দেইখা ও মানুষ বিড়ি খায় কেন জানো?
কারন বুকে নেওয়ার আগে ভাবার অভ্যাস মানুষের নায়!
বুক ভাইরা নেওনের স্বাদ পাইলে আসন্ন দূঃখ লইয়া মানুষ আর ডরাইনা
সোনার পালংকে শুইয়াও মানুষ একটা কোলবালুস বুকে জড়াইয়া ঘুমাইতে চায়
ভবিষ্যতের অমানুষ সন্তানেরেও মানুষ বুকে আগলাইয়া রাখে
কারণ বুকে নিলেইতো শান্তি
বুকে না নিলে সঞ্চিতার মান ভাঙ্গেনা
বুকে না টানলে গঞ্জিকা কাম করেনা
বুকে না ধরলে পঞ্জিকার প্রিয় তারিখ মনে থাকেনা
যার বুকের ধন চইলা যায়
সেও বুকে পাথর চাপাইয়া রাখে
কারণ বুক কোনদিন খালি রাখা যায়না
কিছু না কিছু রাখতে হয়
আাামি শুদু তুমারে চাই, এইডা আাামার বুকের দাবি!
...............ইমরুল কায়েস

Monday, June 15, 2020

★শৃংখলিত দান★ Poetry Of Imrul Kayes, Quays, Poetry Of Imrul Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays Poetry, Imrul's poetry , ইমরুল কায়েসের কবিতা, কবিতা ইমরুল কায়েষ, কায়েশ কবিতা, কিয়াস কবিতা , ইমরুল কবিতা, ইমরুল কায়েজের কবিতা, ইম্ব্রুল কায়েসের কবিতা, ইমরু আল কায়েছের কবিতা,

শৃংখলিত দান
মো: ইমরুল কায়েস

ঈশ্বর, তুমি কার?
শাষকের ছড়ি, নাকি শোষিতের হার।

দানের প্রাচীরে শৃঙ্খলিত এক বন্দী
মৃত্যুর মাঝে দেখিছে মুক্তির সন্ধি,

স্বাধীনতাটুকু সম্বল যার
লুটেছো তুমি বিনিময় অাহার,

দাসের কিসে মজুরির মান?
পেয়েছ যা- ত্রাণ, কৃপার দান ।

★একলা শালিক ★ Poetry Of Imrul Kayes, Quays, Poetry Of Imrul Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays Poetry, Imrul's poetry , ইমরুল কায়েসের কবিতা, কবিতা ইমরুল কায়েষ, কায়েশ কবিতা, কিয়াস কবিতা , ইমরুল কবিতা, ইমরুল কায়েজের কবিতা, ইম্ব্রুল কায়েসের কবিতা, ইমরু আল কায়েছের কবিতা,

Image may contain: bird and outdoor, text that says 'একলা শালিক মোঃ ইমরুল কায়েস সাথীহারা ঐ একলা শালিক, কষ্টে ভরা প্রাণ শিশ দিয়ে তুমি গাইছো অলীক, অভিমানী কোন গান ছলছলে চোখ দিঘীর মতন, টলমল করে জল হারায়ে র তন করছো যতন, কষ্ট কষ্ট নামের ফল wwww ছুটে ছুটে আসো, ফিরে ফিরে চাও ভালো কি বাসো? স্মৃতি খুঁজে পাও? না-কি আমারি মতন তোমারো দসা ব্যথার লালন হয়েছে নেশা'

★ঘুনে ধরা মানবতা★ Poetry Of Imrul Kayes, Quays, Poetry Of Imrul Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays Poetry, Imrul's poetry , ইমরুল কায়েসের কবিতা, কবিতা ইমরুল কায়েষ, কায়েশ কবিতা, কিয়াস কবিতা , ইমরুল কবিতা, ইমরুল কায়েজের কবিতা, ইম্ব্রুল কায়েসের কবিতা, ইমরু আল কায়েছের কবিতা,


.....ঘুনে ধরা মানবতা....
....ইমরুল কায়েস.....
পঁচে গেছে মানবতা ঘুনে ধরা বাংকার
মোমবাতি জ্বেলে করি অন্ধের উপকার
সমাধান চাইনাতো সমস্যা দরকার
ক্যাসিনোর টাকা দিয়ে করিনাকো সংস্কার।
সমাজের কাঁটা দিয়ে গেঁথে রাখি যত ফুল
মালা ভেবে বোকা মন বারে বারে করে ভুল।
ছিনতাই রাহাজানি ধর্ষণ আর খুন
উনাদের শুনি নাকি এটাই বিশেষগুন
ততদিন ঘটে যাবে এইসব অঘটন
যতদিন ঘিরে রবে ছিন্ন নষ্ট ভ্রুণ।
.............................................ইমরুল কায়েস

★বিলুপ্ত প্রায় মধ্যবিত্ত★ Poetry Of Imrul Kayes, Quays, Poetry Of Imrul Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays Poetry, Imrul's poetry , ইমরুল কায়েসের কবিতা, কবিতা ইমরুল কায়েষ, কায়েশ কবিতা, কিয়াস কবিতা , ইমরুল কবিতা, ইমরুল কায়েজের কবিতা, ইম্ব্রুল কায়েসের কবিতা, ইমরু আল কায়েছের কবিতা,

********বিলুপ্ত প্রায় মধ্যবিত্ত*******
...........মোঃ ইমরুল কায়েস.......

আমি বিলুপ্ত প্রায় মধ্যবিত্তের কথা ভাবছি…..
চোখে লজ্জার পর্দা জড়ানো লজ্জাবতির মতো নিজেকে গুটিয়ে নেওয়া মানুষের কথা ভাবছি,
উদরে দাউ দাউ করে জ্বলা ক্ষুধার অনলে তুষের মতো ইন্ধন দেওয়া ‘সুদ’ আমাকে ভাবায়।
আবার খুলাফায়ে রাশেদিনের যাকাত ভিত্তিক ইকোনোমিক মডেল আমায় প্রশান্তি দেয়......

আমি শুনতে পাচ্ছি ধনীদের উল্লাস আর বুভুক্ষের হাহাকার
আমি ভয় পাচ্ছি, ক্রমাগত দীর্ঘ হতে থাকা নিরন্ন মানুষের লাইন আবার ঢুকে না পড়ে ধনীর প্রাসাদে।
আমি খোঁজে ফিরি পুঁজিবাদের দৌরাত্মের টুটিতে পা তুলে দিয়ে, একটানে কলিজা ছিড়ে আনা নীতিহীন সমাজতন্ত্রের স্পন্দনহীন দেহ।
আমি খোজেঁ ফিরি কোন দস্যু বনহুর অথবা ফুলন দেবী।

★দূঃখেন★ Poetry Of Imrul Kayes, Quays, Poetry Of Imrul Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays Poetry, Imrul's poetry , ইমরুল কায়েসের কবিতা, কবিতা ইমরুল কায়েষ, কায়েশ কবিতা, কিয়াস কবিতা , ইমরুল কবিতা, ইমরুল কায়েজের কবিতা, ইম্ব্রুল কায়েসের কবিতা, ইমরু আল কায়েছের কবিতা,

.......................দূঃখেন.........................
……….মোঃ ইমরুল কায়েস..............
থালা ভরা কত মন্ডা মিঠাই লিখেছেন বিধি রিজিকে
দুইগ্রাস ঢোকে খিদের তারণে, বাকি গ্রাস নাহি রোচে।
ঘেন্নামাখা সোনার থালিতে জুটিলে এমন আহাড়
দেখিয়াই তাতে আত্মা ভরিবে সরিবে ক্ষুধার পাহাড়।
বড়বাবু তারে তুলিয়ে আনিছে রাস্তা হইতে মহলে
ঘাসফুল যেন সভা পেল আজি ফুলদানিটির পরে;
প্রতিবেশি শত ভাগ্য দেখিয়া, অবিরত শুধু হিসে্
বড়বাবু তাতে গোলা খাঁকিয়ে- ‘ফিরিস্তা’ যেন সাজে।
ভালোবেসে তারে রাজকাজ দিলে, মাইনে কি আর লাগে?
ধুতি ছেড়ে আজ প্যান্ট পড়েছে, এটাই বা কম কিসে!!!
এমনি করিয়া দূ:খেন বাবুরা সুখেন সাজিয়া রহে…..
অন্ধ সাজিয়া নগ্ন দুনিয়া খুব কাছ থেকে দেখে।
বড়বাবু তারে সবদিলে পাছে, স্বাধীনতা নিলে কেড়ে
মস্তবড় প্রাসাদে দূ:খেন কারাগার ভেবে থাকে,
দূ:খেন বাবুর এমনি দশা, ছিলেনা নিদেন কালে
সাড়াদিন খেটে ডাল-ভাত পেলে তাতেই কত্ত চলে।
শ্মশানের কোনে মরাগাছ যেন দাহ করিবার তরে
শুয়ো পোকা তাতে বাসাবাঁধে কত…. শব পোড়াবার আগে,
তাতেও দূ:খেন প্রাণ খোঁজে ফেরে সজীব কুঁড়ির ভাজে
মরনের তরে জীবন দেখে সুখেন সাজিয়া ভবে।
মরিয়া দু:খেন প্রমান করিলে, বাঁচিয়ে ছিলেম বটে
হারে নাকো ওরা! ভর করে থাকে শত সুখেনের ঘটে।
…………………….মোঃ ইমরুল কায়েস

Monday, November 18, 2019

★ধ্রুব প্রেমের সূর্যোদয়★ Poetry Of Imrul Kayes, Quays, Poetry Of Imrul Qias, Qayesh, Kias, Poetry of Imrul Kayes , Quays, Qias, Qayesh, Kias, Imru' al-Qais Poet imru al qays Poetry, Imrul's poetry , ইমরুল কায়েসের কবিতা, কবিতা ইমরুল কায়েষ, কায়েশ কবিতা, কিয়াস কবিতা , ইমরুল কবিতা, ইমরুল কায়েজের কবিতা, ইম্ব্রুল কায়েসের কবিতা, ইমরু আল কায়েছের কবিতা,

ধ্রুব প্রেমের সূর্যোদয়
মোঃ ইমরুল কায়েশ
আমি অসুচি বলেই যদি, আমার এ প্রেম মিথ্যে হয়।
রবি শশীর ঐযে প্রণয়, সে ও তবে সত্য নয়।
প্রেম যদি হয় মনের দাবি, তুচ্ছ সেথা সতি অসতি
বিরঙ্গনার মাঝে হেরি যদি আমি র্স্বগ ভাতি।
সত্য আমার সেই সত্য, সেই যে তাহার নষ্ট রুপ,
হাজার আগুন জ্বালিয়ে দিয়ে যেই হয়েছে র্মমি ধূপ।
অপবিত্রে ভয় পেয়ে যে ভালবাসায় শ্রদ্ধা দেয়,
ভেব দেখ ভিন্ন পথে সেও দেহের গন্ধ চায়।
ঝড়া ফুলে অবহেলা ফুলের প্রতি প্রীতির ক্ষয়।
অসুচিতে পরম ঘৃণা, সেই তো সুচির পরাজয়।
মনরে গঙ্গা জলে যদি ...সতি অসতি সবই ধুয়ে সুদ্ধ হয়,
তবেই তো সে মানবহৃদে, ধ্রুব প্রেমের সূর্যোদয়।